বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | তৃণমূল কর্মী খুনের প্রায় একমাস পর উত্তপ্ত সালার, বাড়ি ভাঙচুর থেকে দেদার লুঠপাট

Pallabi Ghosh | ০৯ নভেম্বর ২০২৪ ২১ : ১৫Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের সালারে এক তৃণমূল কর্মী খুনের চেষ্টার ঘটনায় অভিযুক্তদের বাড়িতে ব্যাপক ভাঙচুর করে লুঠপাট চালানো হল। অভিযুক্তদের পোল্ট্রি ফার্ম ভেঙে তছনছ করে দেওয়ার অভিযোগ উঠল কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সালার থানার মালিহাটি-হাজিমপাড়া এলাকায়। 

 

গত ১৪ অক্টোবর পঞ্চায়েত অফিস বাড়ি ফেরার সময় কয়েকজন দুষ্কৃতী রউফ আলি নামে এক ব্যক্তিকে খুন করার চেষ্টা করে। এই ঘটনায় রউফ আলির কাকার মৃত্যু হয়। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে রাজেন শেখ, তাজেম শেখ, মাসুম শেখ সহ আরও বেশ কিছু ব্যক্তির বিরুদ্ধে সালার থানাতে অভিযোগ দায়ের হয়। খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কয়েকজন গ্রেপ্তার হলেও বেশিরভাগ অভিযুক্তই বর্তমানে গ্রামছাড়া রয়েছে। 

 

অভিযোগ উঠেছে, শুক্রবার রাতের অন্ধকারে কিছু অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতী খুনের ঘটনায় অভিযুক্তদের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। অভিযুক্তদের বাড়ি থেকে লুঠ করা হয় নগদ টাকা, সোনার গয়না। এর পাশাপাশি ভেঙে তছনছ করে দেওয়া হয় অভিযুক্তদের একটি পোল্ট্রি ফার্ম। 

 

হাসিনা বিবি নামে এক মহিলা অভিযোগ করেন, 'খুনের ঘটনার আমাদের পরিবারের লোকেদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের হওয়ার পর থেকে তারা আর বাড়িতে নেই। কিন্তু কিছু দুষ্কৃতী গত ২০ দিন ধরে নিয়মিত আমাদেরকে হুমকি দিচ্ছে। মাঝেমধ্যেই আমাদের বাড়িতে হামলা হচ্ছে।' 

 

তিনি বলেন, 'রউফের দুষ্কৃতীরা আমাদেরকে হুমকি দিয়েছে, পুলিশে অভিযোগ জানালে বাড়ির প্রত্যেক সদস্যকে খুন করা হবে। তাই আমরা থানাতেও অভিযোগ জানাতে যেতে পারছি না। গতকালকে রাতের বেলায় কিছু দুষ্কৃতী এসে আমাদের ৭-৮ বাড়ি লুঠ করার পর পোল্ট্রি ফার্ম এবং সেখানে থাকা সমস্ত জিনিস অবাধে লুঠ করে নিয়ে চলে গেছে। এবার আমরা পুলিশে অভিযোগ জানাব।' 

 

হাসিনা বিবি নামে অপর এক মহিলা অভিযোগ করেন, 'রউফের দুষ্কৃতীরা আমার বাড়িতে হামলা চালিয়ে দুই ভরি সোনার গয়না, ৩০ হাজার টাকা লুঠ করে নিয়ে গেছে। এর পাশাপাশি আমার বাড়ির সমস্ত জিনিস তারা ভেঙে দিয়ে গেছে।' 

 

যদিও এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করে রউফ আলি বলেন, 'রাজেন, তাজেম এবং আরও কিছু দুষ্কৃতী আমাকে খুন করার পরিকল্পনা করেছিল। কিন্তু তাদের হামলাতে আমার কাকার মৃত্যু হয়। আমি কারও বাড়িতে ভাঙচুর চালাইনি। খুনের ঘটনার এতদিন পর হঠাৎ করে কেন অভিযুক্তরা তাদের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলছে তা আমার জানা নেই। পুলিশ প্রশাসন ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক।' 

 

অন্যদিকে একাধিক বাড়িতে ভাঙচুর এবং লুঠপাটের ঘটনার পর শনিবার সকাল থেকে থমথমে হয়ে রয়েছে গোটা এলাকা। তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি রেজাউল শেখ বলেন, 'এই ঘটনায় তৃণমূলের কোনও ইন্ধন নেই। পুলিশ প্রশাসন সঠিক তদন্ত করে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক।' 


#Murshidabad# Crime News# West Bengal



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের উদ্যোগ অনুষ্ঠিত হল শিশুশ্রী, বীরপুরুষ বীরাঙ্গনা সম্মান ২০২৪...

বসে গিয়েছে নদীবাঁধ, বেহাল বাসিন্দাদের যাতায়াত, দ্রুত কাজ শুরু হবে, আশ্বাস বিডিওর...

জেলায় জেলায় কুয়াশার দাপট, নিম্নচাপের জেরে বাংলায় কি বাড়বে গরম? আবহাওয়ার বিরাট আপডেট ...

নিজের ঘরেই ডাকাতির ছক, কারণ জানাজানি হতেই চরম পরিণতি ব্যক্তির...

বরাদ্দ পাঠিয়েছে সরকার, তবু মজুরি পাননি গ্রাম উন্নয়ন কর্মীরা, মিনাখাঁয় তালাবন্দি বিডিও ...

৩০০টাকা দৈনিক উপার্জনেই কামাল দেখালেন বাংলার ছেলে, নিট পরীক্ষার ফল দেখে চমকে গেল দেশ...

বন্ধ করে দেওয়া হল সাতটি নার্সিংহোম, ৮৭টি নার্সিংহোমে পাঠানো হল নোটিশ, কড়া পদক্ষেপ স্বাস্থ্য দপ্তরের ...

বাড়ির কাছেই উন্মত্ত বাইসনের তাণ্ডব, মৃত্যু হল একজনের, আহত এক ...

সব সিভিক ভলান্টিয়ার 'সঞ্জয়' নয়, রক্ত দিয়ে প্রমাণ করলেন শোভন...

অস্ত্রোপচারের পর একটু সুস্থ হতেই মেডিক্যাল কলেজ থেকে পালিয়ে গেল বিচারাধীন বন্দি ...

বিধায়ক সোমনাথ শ্যামকে খুনের ষড়যন্ত্র করছেন অর্জুন সিং, তোপ সাংসদ পার্থর...

লক্ষ্য সর্ষে চাষে স্বাবলম্বী হওয়া, মুর্শিদাবাদে শুরু বিশেষ প্রজাতির সর্ষে চাষ...

রাজ্য সরকারের আপত্তি, আপাতত হাতুড়ির বাড়ি নয় মন্দারমণির হোটেলে ...

ক্রেতা সেজে দরদাম, অভিনয় করেই হরিণ শিকারীদের ধরল বনদপ্তর ...

না দেখল রেল, না দেখলেন সহযাত্রীরা, স্টেশনেই দীর্ঘক্ষণ পড়ে থাকলেন অসুস্থ মহিলা ...

পরিবেশে কুপ্রভাব, মন্দারমনিতে ১৪০টি হোটেল ভেঙে ফেলার নির্দেশ দিল প্রশাসন...

বলাগড় মেতে উঠল রাসমেলায়, ধুমধাম করে বিয়ে হল মহাদেব-দেবী বিন্ধ্যবাসিনীর...

পর পর উধাও বাইক, খোঁজ পেতে ভিন রাজ্যে অভিযান, কী তথ্য পেল পুলিশ? ...



সোশ্যাল মিডিয়া



11 24