সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৯ নভেম্বর ২০২৪ ২১ : ১৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের সালারে এক তৃণমূল কর্মী খুনের চেষ্টার ঘটনায় অভিযুক্তদের বাড়িতে ব্যাপক ভাঙচুর করে লুঠপাট চালানো হল। অভিযুক্তদের পোল্ট্রি ফার্ম ভেঙে তছনছ করে দেওয়ার অভিযোগ উঠল কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সালার থানার মালিহাটি-হাজিমপাড়া এলাকায়।
গত ১৪ অক্টোবর পঞ্চায়েত অফিস বাড়ি ফেরার সময় কয়েকজন দুষ্কৃতী রউফ আলি নামে এক ব্যক্তিকে খুন করার চেষ্টা করে। এই ঘটনায় রউফ আলির কাকার মৃত্যু হয়। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে রাজেন শেখ, তাজেম শেখ, মাসুম শেখ সহ আরও বেশ কিছু ব্যক্তির বিরুদ্ধে সালার থানাতে অভিযোগ দায়ের হয়। খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কয়েকজন গ্রেপ্তার হলেও বেশিরভাগ অভিযুক্তই বর্তমানে গ্রামছাড়া রয়েছে।
অভিযোগ উঠেছে, শুক্রবার রাতের অন্ধকারে কিছু অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতী খুনের ঘটনায় অভিযুক্তদের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। অভিযুক্তদের বাড়ি থেকে লুঠ করা হয় নগদ টাকা, সোনার গয়না। এর পাশাপাশি ভেঙে তছনছ করে দেওয়া হয় অভিযুক্তদের একটি পোল্ট্রি ফার্ম।
হাসিনা বিবি নামে এক মহিলা অভিযোগ করেন, 'খুনের ঘটনার আমাদের পরিবারের লোকেদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের হওয়ার পর থেকে তারা আর বাড়িতে নেই। কিন্তু কিছু দুষ্কৃতী গত ২০ দিন ধরে নিয়মিত আমাদেরকে হুমকি দিচ্ছে। মাঝেমধ্যেই আমাদের বাড়িতে হামলা হচ্ছে।'
তিনি বলেন, 'রউফের দুষ্কৃতীরা আমাদেরকে হুমকি দিয়েছে, পুলিশে অভিযোগ জানালে বাড়ির প্রত্যেক সদস্যকে খুন করা হবে। তাই আমরা থানাতেও অভিযোগ জানাতে যেতে পারছি না। গতকালকে রাতের বেলায় কিছু দুষ্কৃতী এসে আমাদের ৭-৮ বাড়ি লুঠ করার পর পোল্ট্রি ফার্ম এবং সেখানে থাকা সমস্ত জিনিস অবাধে লুঠ করে নিয়ে চলে গেছে। এবার আমরা পুলিশে অভিযোগ জানাব।'
হাসিনা বিবি নামে অপর এক মহিলা অভিযোগ করেন, 'রউফের দুষ্কৃতীরা আমার বাড়িতে হামলা চালিয়ে দুই ভরি সোনার গয়না, ৩০ হাজার টাকা লুঠ করে নিয়ে গেছে। এর পাশাপাশি আমার বাড়ির সমস্ত জিনিস তারা ভেঙে দিয়ে গেছে।'
যদিও এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করে রউফ আলি বলেন, 'রাজেন, তাজেম এবং আরও কিছু দুষ্কৃতী আমাকে খুন করার পরিকল্পনা করেছিল। কিন্তু তাদের হামলাতে আমার কাকার মৃত্যু হয়। আমি কারও বাড়িতে ভাঙচুর চালাইনি। খুনের ঘটনার এতদিন পর হঠাৎ করে কেন অভিযুক্তরা তাদের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলছে তা আমার জানা নেই। পুলিশ প্রশাসন ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক।'
অন্যদিকে একাধিক বাড়িতে ভাঙচুর এবং লুঠপাটের ঘটনার পর শনিবার সকাল থেকে থমথমে হয়ে রয়েছে গোটা এলাকা। তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি রেজাউল শেখ বলেন, 'এই ঘটনায় তৃণমূলের কোনও ইন্ধন নেই। পুলিশ প্রশাসন সঠিক তদন্ত করে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক।'
#Murshidabad# Crime News# West Bengal
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
বক্সায় আচমকা উধাও নোটিশ, পর্যটন ব্যবসায়ীদের ক্ষতির কথা ভেবেই কি সিদ্ধান্ত? চুপ বনদপ্তর...
'অমিত শাহের পদত্যাগ করা উচিত', আম্বেদকর কাণ্ডে দাবি তৃণমূল সাংসদ কল্যাণের...
অসম এসটিএফ-এর হাতে কেরল থেকে ধৃত জঙ্গি হরিহরপাড়ার বাসিন্দা, রয়েছে ভোটার তালিকায় নামও...
ময়নাগুড়িতে গরু চড়াতে গিয়ে গন্ডারের হামলার মুখে পড়লেন ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক...
৭২ ঘন্টায় রমেশ খুনের কিনারা, ৭০ হাজারের বিনিময়ে ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে খুন স্ত্রীর...
মাত্র ৪ ঘণ্টায় উদ্ধার অপহৃত নাবালিকা, দুষ্কৃতীদের গ্রেপ্তার পুলিশের ...
ছাত্রদের চুলে লাল-নীল রং, কিম্ভূতকিমাকার ছাঁট, প্রতিকারে ক্ষৌরকারদের শরণাপন্ন স্কুল কর্তৃপক্ষ ...
মৌসুনি দ্বীপে আগুন, পুড়ে ছাই বহু কটেজ, কোনও মতে প্রাণে বাঁচলেন পর্যটকেরা...
আচমকাই নেমে এল ধস, সিকিমের পর্যটন নিয়ে বড় খবর ...
পাস্তায় পিরিয়ডিক টেবিল লিখে চমক! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কোন্নগরের সৌমদ্বীপের...
রাজ্য-ডিভিসি বিবাদেই কি সঙ্কট! চাষের জল পাচ্ছেন না পূর্ব বর্ধমানের কৃষকরা...
ইএসআই হাসপাতালে চন্দ্রবোড়ার উপদ্রব! আতঙ্কে রোগী এবং রোগীর পরিজন, ডাক পড়ল বিশেষজ্ঞের...
স্ত্রীর সঙ্গে পরিকল্পনা করেই প্রেমিকার খুনের সুপারি দিয়েছিল সেনাকর্মী...
কানের দুল ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে একা পেয়ে কুপিয়ে খুন করল প্রতিবেশী...
হতে পারেন লেপার্ড বা বাইসনের মুখোমুখি, জঙ্গল সাফারিতে নতুন নিয়ম গরুমারায় ...